কৃত্তিবাসী রামায়’ণে দাস দাসী বেচাকেনা

Sourastra Das
3 min readMar 26, 2022

--

by Sourastra Das

লেখকের কথা:

বর্তমান ভারতবর্ষে রামায়ণ একটি ঐতিহাসিক তথা সামাজিক দিক পেয়েছে ! রাজনীতির হাত ধরে, কিন্ত যারা রাম ভক্ত তারা কতটা রামায়ণ পড়েছে এটা নিয়ে বেশ তর্ক বিতর্ক আছে। তবে মানুষের ইতিহাসে দাস দাসী প্রথা নিয়ে আমরা সবাই অবগত সেটা নিয়ে আসা করি লিখতে হবে না। ভারতবর্ষে যত ধর্মীয় কাব্য মহাকাব্য আছে তার থেকে সত্য তথা যুক্তিযুক্ত ঐতিহাসিক তথ্য খুঁজে বের করাও খুব কঠিন তার কারণ সব টাই মিথ ও কাল্পনিক” কিন্ত এর মধ্যে থেকে ঐতিহাসিক তথ্য খুঁজে বের করে লেখাও যেমন তেমন নয়। যাইহোক [ Government of India ৩০০ টিরও বেশি রামায়ণ কে স্বীকৃতি দিয়ে রেখেছে । ] জানি না এটা কতটা সত্য ? তবে আজ আমরা কৃত্তিবাসী রামায়’ণে দাস-দাসী বেচাকেনা নিয়ে জানার চেষ্টা করবো ।

  • যারা দাবি করে যে হিন্দু ধর্মে কোনো ধরণের দাস-দাসী বেনাকেনা নেই। এটা অপপ্রচার এবং থালেও শুধু মনুস্মৃতি আইন অনুযাই আছে এই দাস-দাসী প্রথা তাহলে। এই চিন্তা একেবারেই ভুল” তারা আদেও বৈদিক সনাতন হিন্দু ধর্মের সম্পর্কে অবগত নয়।
  • মানুষের ইতিহাসে অনেকেই দাস-দাসী প্রথার কথা ভুলে গেছে। ভারতবর্ষের 1818 Koregaon Bhimaen. এর ইতিহাস ভুলে গেছে। কিছুই করার নেই” এটাই স্বাভাবিক ব্রাহ্মণ্যবাদীদের ইতিহাস পড়লে এটাই হবে। যাক গিয়ে মূল বিষয় আসি রামায়ণ বিষয়।
  1. কৃত্তিবাসী রামায়ণ' আদিকাণ্ড 303 থেকে চাইলে পড়তে পারেন, তবে আমি 304 থেকে হাইলাইট করেছি।

বিপ্র নামক” এক পন্ডিত সাধুর একটি দাসীর প্রয়োজন ছিল। এর সাথে এটাও দেখছি ? একজন ব্রাহ্মণ বৈশ্যের মতো বেচাকেনা করেছে দাস-দাসী এবং সে বলছে।

  • লইবে দাসী মূল্য কতেক কাঞ্চন। তার মূল্য হলো চারি কোটি সোনা

আর এতো দাম শুনে বিপ্র পন্ডিতদের মাথা খারাপ সে আর দাসী ক্রয় করলো না। এবং আরেক একজন ব্যক্তি চারি কোটি দিয়ে শৈব্যার নামক সেই অভাগা দাসী কে ক্রয় করলো। এবং সেই দাসী কান্না করে কিন্ত মুক্তি নেই যে তার।

তবে বন্ধুরা এই দাস-দাসী কোনো দিন বৈদিক সনাতন হিন্দু ধর্মে ব্রাহ্মণ বা ক্ষত্রিয়দের করা হয়নি। করা হয়েছে বৈশ্যও বিশেষ করে ভারতের মূলনিবাসী শূদ্র ভাই ও বোনেদের। আরেকটা বিষয় বলি । মানুষের কাছ থেকে বেঁচে থাকার সাধন বা” উপকরণ কেড়ে নিলে। একজন মানুষ দাস-দাসীতে পরিণত হবেই । বিশেষ করে শিক্ষা স্বাধীনতা ও অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা কেরে নিলে! আমরা দেখেছি মহারাষ্ট্রের Koregaon Bhima তে" এই ইতিহাস ভুলে গেলে চলবে না। 1818 সালে পেশোয়ারা ব্রাহ্মণ মারাঠা সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে ছিল এক ঐতিহাসিক মুক্তির লড়াই, এই যুদ্ধতে ছিল ২৮ হাজার পেশোয়া আর ৫০০ জন ছিল মাহার শূদ্র বেঁচে থাকার লড়াইয়ে সব টুকু দিয়ে তারা লড়াই করেছিল।

  • বৈদিক ইতিহাসে ঐতরেয় ব্রাহ্মণ এক ব্যক্তি ছিল। তার মাথা নিজেও একজন দাসী ছিল, তবে কার দাসী ছিল এর তথ্য দেওয়া দেওয়া কঠিন! তবে ঋষি ঐতরেয় শূদ্র ছিল এটাও বলে রাখি” কিন্ত সে শিক্ষা ও দ্বারা ব্রাহ্মণ পদ লাভ করে। তার উপনিষদ ও ব্রাহ্মণ’গ্রন্থ হিন্দু ধর্মের জন্য মূল্যবান।

তথ্যসূত্র:

  1. ঐতরেয় ব্রাহ্মণ ।
  2. কৃত্তিবাসী রামায়ণ, গীতা প্রেস’ গোরক্ষপুর
  3. মাহার ইতিহাস।
  4. Battle of Koregaon

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

--

--

Sourastra Das
Sourastra Das

Written by Sourastra Das

Indian rationalist atheist Journalist photographer

No responses yet

Write a response